খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: লা লিগার লড়াইটা শেষ মুহূর্তে এসে বেশ রোমাঞ্চকর মোড় নিয়েছে। এ টুর্নামেন্টে ২০১৫-১৬ মৌসুমটি বেশ দারুণভাবে শুরু করেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। সবাই ধারণা করেছিল তারা কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এবারের শিরোপা জয় করে নিবে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯টি ম্যাচে অপরাজিতও ছিল বার্সা।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বেশ দাপটের সঙ্গেই অবস্থান করছিল কাতালান ক্লাবটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদের থেকে যথাক্রমে ৯ ও ১২ পয়েন্ট এগিযে ছিল। তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে ক্লাবটির। লা লিগায় পরপর ৩ ম্যাচে তারা হারের তিক্ত স্বাদ পায়। যা তাদের লা লিগার ইতিহাসে ১৩ বছর পর ঘটেছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি অন্য দুটি জায়ান্ট ক্লাব অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো তো বার্সার সঙ্গে তাদের পয়েন্ট সমানই করে ফেলেছে। শুধুমাত্র গোল ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। আর রিয়াল পয়েন্ট ব্যবধান কমিয়ে ১-এ নামিয়ে এনেছে। তাই এখন লা লিগার শিরোপা অর্জনের লড়াইয়ে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বীতা।
বার্সা শনিবার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ত্রয়োদশ অবস্থানে থাকা রিয়াল বেতিসের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় বেতিসের মাঠে ম্যাচটি শুরু হবে।
এদিন বার্সার ম্যাচের আগে অবশ্য অ্যাতলেটিক ও রিয়ালের ম্যাচও রয়েছে। এ দুটি ক্লাব যদি জয় পায় তাহলে বার্সা তৃতীয় স্থানে থেকে মাঠে নামবে। আর কোনোরকম দুর্ঘটনা যদি ঘটে তাহলে তারা ওই তৃতীয় স্থানেই রয়ে যাবে।
তবে এ নিয়ে মোটেও দুশ্চিন্তা করছেন না বার্সার কোচ লুইস এনরিকে। শেষ ২টি ম্যাচে তারা বেশ দুরন্ত জয় দিযে নিজেদের স্বরুপে ফিরেছে। দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে এবং স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে হারিয়েছে মেসি-সুয়ারেজ-নেইমাররা। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়েই রয়েছে দলটি। এনরিকে জানান, তারা শুধু নিজেদের ম্যাচটির দিকেই মন দিচ্ছেন। এদিনের অপর দুটি ম্যাচে মন দিয়ে তারা মনযোগ কিংবা শক্তির অপচয় করতে চাননা।
তাছাড়া দলের ‘এমএসএন’ খ্যাত ত্রয়ীও বেশ ফর্মেই রয়েছে। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ তো পরপর দুই ম্যাচে ৪ গোল করে করেছেন। যা এর আগে আর কেউ করেনি। আর গোল খরা কাটিয়েছেন লিওনেল মেসি ও নেইমারও। এটাই তো আসল স্বস্তির কথা।
তবে বার্সাকে শিরোপা জয় করতে হলে শেষ ৩ ম্যাচের ৩টিতেই জয় হাসিল করতে হবে। ১টি ম্যাচ হাত ফসকে গেলেই শিরোপাও হাতছাড়া হয়ে যাবে।
লা লিগা শেষ হতে আর মাত্র ৩ রাউন্ড বাকি আছে। ৩৫ রাউন্ড শেষে এখনও শীর্ষেই রয়েছে বার্সা। তাদের অর্জিত পয়েন্ট ৮২। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো। আর তাদের থেকে ১ পয়েন্ট কম ৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল।