খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। তবে পরের ম্যাচগুলোতে কলকাতা নাইট রাইডার্সের (কেকআর) একাদশেই ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাট-বলে মুগ্ধ করার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশের এই বিশ্বখ্যাত ক্রিকেট তারকা। শনিবার তাই সাকিবকে একাদশের বাইরে রেখেই মাঠে নামলো কেকেআর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ ক্রিকেটে এদিন দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে কেকেআর। টসের সময় দলটির অধিনায়ক গৌতম গাম্ভীর জানান, এই ম্যাচে কেকেআর একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে। সাকিব ছাড়াও সাইড বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছে ক্রিস লিন ও জয়দেব উনাদকাটকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন ব্র্যাড হগ, জেসন হোল্ডার ও পিযুশ চাওলা।
প্রসঙ্গত, এবারের আইপিএলে এখন অব্দি ৪ ম্যাচ খেলেছেন সাকিব। এই ৪ ম্যাচে ব্যাট হাতে সবমিলিয়ে মাত্র ২০ রান (এক ম্যাচে ব্যাট করেননি) করেছেন তিনি। অন্যদিকে, বল হাতে পেয়েছেন ২ উইকেট। ফলে কেকেআর একাদশে জায়গা করে নেওয়া সাকিবের জন্য এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জই বটে।