খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: যশোরের শহরতলীর নওদাগ্রামে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দায়ী করা হচ্ছে ওয়াজ কুরুনি নামের ৫০ বছরের এক মধ্যবয়সীকে।
শনিবার (৩০ এপ্রিল) রাতে শিশুটির বাবা এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রোববার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কোতয়ালি থানার ডিউটি অফিসার এসএম শহিদুল ইসলাম এজাহার দেখে জানান, শনিবার বিকেলে মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াজ কুরুনি নওদাগ্রামের ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি একজন ইজিবাইক চালক।
তৃতীয় শ্রেণিপড়ুয়া শিশুটিকে শনিবার বিকেলে তার বাসায় ফুঁসলিয়ে এনে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।