খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের র্যালী, সমাবেশ, মিছিল ও মানববন্ধনে মুখরিত জাতীয় প্রেসক্লাব এলাকা।
বিভিন্ন দাবি সম্বলিত নানা রংয়ের ব্যানার-ফেস্টুন আর মাথায় ক্যাপ নিয়ে হাজারো শ্রমিক এই সকল র্যালী-সমাবেশে অংশ নিয়েছেন। আবার অনেকে বাদ্যর তালে তালে নাচ-গান গেয়ে মে দিবস পালন করছেন।
জাতীয় ঈদগাহের কদম ফোয়ারা থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত শুধু শ্রমজীবী মানুষের সরগরম উপস্থিতি।
শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ, বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম, বাংলাদেশ ট্রাস্ট গামের্ন্টস শ্রমিক–কর্মচারী ফেডারেশন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, গামের্ন্টস শ্রমিক সংহতি ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গামের্ন্টস শ্রমিক কর্মচারী লীগ, জাতীয় মুক্তি কাউন্সিল, গ্রীণ বাংলা গামের্ন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন র্যালী, সমাবেশ-মানবন্ধনে অংশ নিয়েছেন।