খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপের ভিতর থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছেন ভেনিজুয়েলার উদ্ধারকর্মীরা।
শনিবার ইকুয়েডরের রাজধানী কুইটোর ভেনিজুয়েলা দূতাবাসের ওয়েবসাইটে এ খবর ঘোষণা করা হয়, জানিয়েছে এনডিটিভি।
১৬ এপ্রিল সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর ইকুয়েডরের উপকূলীয় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়, নিহত হন ৬৬০ জন। তখন থেকে বৃদ্ধ ম্যানুয়েল ভাসকুয়েজ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিলেন।
ভেনিজুয়েলার একটি উদ্ধারকারী দল শুক্রবার ধ্বংসস্তূপের ভিতরে ভাসকুয়েজের অবস্থান শনাক্ত করে। মানাবি প্রদেশের আংশিক ধসে পড়া একটি ভবনে তল্লাশি করছিল উদ্ধারকারী দলটি।
ধ্বংসস্তূপের ভিতরে থেকে ভাসকুয়েজ শব্দ করছিলেন বলে জানান উদ্ধারকারীরা। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাসকুয়েজের কিডনীতে সমস্যা দেখা দিয়েছে এবং তিনি তার পায়ের বুড়ো আঙুল হারিয়েছেন। তিনি পানিশূন্যতা ও বিভ্রমেও ভুগছেন।
ভূমিকম্পে বিধ্বস্ত ইকুয়েডরে উদ্ধারকারী, চিকিৎসক, নার্স, দমকলকর্মীসহ কয়েকশত বিদেশি সাহায্যকারী দল কাজ করছে।