Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বারাক ওবামার ভাষণে হিলারি ও ট্রাম্পকে নিয়ে ফান
বারাক ওবামার ভাষণে হিলারি ও ট্রাম্পকে নিয়ে ফান
খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে সাংবাদিকদের এক নৈশভোজে বক্তৃতার সময় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজার মজার মন্তব্য করে প্রচুর হাস্যরসের খোরাক যুগিয়েছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউসে সংবা“াতাদের জন্য ওবামার এটাই সবশেষ নৈশভোজ।কারণ এ বছরের শেষেই তার মেয়াদ শেষ হচ্ছে।
এই ভাষণের ঐতিহ্য অনুযায়ী এই ভাষণ হয় হালকা চালের এবং ওবামার এই ভাষণে হাসির খোরাকের অভাব ছিল না।
ডেমোক্রাট শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে রত হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার এই ভাষণটি যদি ভালো হয়, তাহলে আমি এটাকে একটু অদল-বদল করে গোল্ডম্যান স্যাকসকে দেবো।
মিসেস ক্লিনটন তার কিছু ভাষণের জন্য গোল্ডম্যান স্যাক্সের কাছ থেকে ৬ লাখ ৭৫ হাজার ডলার পেয়েছিলেন।
ভাষণে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নের জন্য লড়াইয়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, কই তিনি কোথায়? তিনি কি ঘরে বসে ট্রাম্প স্টেইক খাচ্ছেন? নাকি এ্যাঙ্গেলা মারকেলকে বিদ্রুপ করে টুইট করছেন?
ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির কিছু বোঝেন না বলে যারা মনে করেন, তাদের বলি – তিনি কিন্তু গত কয়েক বছরে বেশ কিছু বিদেশী নেতার সাথে সাক্ষাৎ করেছেন। যেমন মিস সুইডেন, মিস আর্জেন্টিনা, মিস আজারবাইজান।
তিনি বলেন, কিছু বিদেশী নেতাও অপেক্ষা করছেন, কবে আমি এখান থেকে বিদায় হবো।
ওবামা তার ভাষণ শেষ করেন – তার বিরোধীদের অনুকরণে ‘ওবামা আউট!’ বলে। তার পর তিনি একটি মাইক্রোফোন মাটিতে ফেলে দেন।