খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিদায় নিতে হল। হাতের কবজিতে চোটের কারণে তাকে অপ্রত্যাশিতভাবে ছিটকে পড়তে হল এ টুর্নামেন্ট থেকে।
একের পর এক ইনজুরির খড়গের নিচে পড়তে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসকে। এ নিয়ে চারজন বিদেশি তারকা ক্রিকেটারকে দল থেকে বিদায় দিতে হলো ধোনিকে। তবে তা অন্য কোনো কারণে নয়। সবাই ইনজুরির কবলে পড়ে বিদায় নিচ্ছেন। এর আগে দল থেকে কেভিন পিটারসন, ফাফ ডু প্লেসিস ও মিচেল মার্শ ইনজুরির ফলে ছিটকে পড়েছেন। এবার তাদের পথ ধরলো অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথও।
আইপিএলে প্রথম ৩ ম্যাচে নিজেকে তুলে ধরতে না পারলেও শেষ চার ম্যাচে স্মিথের পারফরম্যান্স বেশ ভালো ছিল। তার এভাবে চলে যাওয়াতে বেশ ভুগতেই হবে পুনেকে। কেননা পুনে এবারের আসরে নতুন দল হিসেবে যোগ দিয়ে তেমন একটা ভালো অবস্থানে নেই। তার ওপর ইনজুরির প্রকোপে পুনে শিবিরে মোটেও স্বস্তি বিরাজ করছে না।
পিটারসন ও প্লেসিসের পরিবর্তে উসমান খাজার নাম ঘোষণা করেছে পুনে। তবে মিচেল মার্শের পরিবর্তে এখনও কোনো নাম জানায়নি তারা। এরপর এখন যোগ হলো স্মিথের বিদায়।
এ টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে পুনে। ৪ পয়েন্ট নিয়ে তারা ৮টি দলের মধ্যে ৬ নম্বরে অবস্থান করছে।