Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: জন্ম দারিদ্র্যপীড়িত কবি ওয়াল্ট হুইটম্যান তার একমাত্র গ্রন্থ ‘লিভস অব গ্রাস’র জন্য অমর হয়ে আছেন। কবিতার পাশাপাশি তিনি সাংবাদিকতা, শিক্ষকতা, সরকারি কেরাণী এমনকি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে আহতদের সেবা শুশ্র“ষার কাজও করেছেন।
সম্প্রতি তার স্বাস্থ্য, প্রশিক্ষণ, ও যৌনতা বিষয়ক কিছু বিষ্ময়কর তথ্য আবিষ্কৃত হয়েছে। এই তথ্যগুলো আজ থেকে দেড়শ বছর আগে প্রকাশ করেছিল স্থানীয় পত্রিকা ‘দ্য এটলাস’।
চিকিৎসা সম্পর্কে তার নিবন্ধ বিষয়ে মার্কিন গবেষকরা বলেন, ‘এটা খুব আশ্চর্য যে আজ থেকে দেড়শ বছর আগের কোনো স্বাস্থ্য ভাবনা বর্তমানের সাথে মিলে যাচ্ছে।’
হুইটম্যান তার স্বাস্থ্য টিপসে লিখেছিলেন, ‘অন্য কিছু নয়, খাদ্য প্রণালীর (ডায়েট) নিয়ন্ত্রণের জন্য সবকিছু বাদে সবচেয়ে বেশি দরকার মাংস খাওয়া নিয়ন্ত্রণ করা।’ স্বাস্থ্য সম্পর্কে তার এই পরামর্শ বর্তমান সময়ের স্বাস্থ্য বিষয়ক পরামর্শকরাও সমর্থন করেন বলে নিউইয়র্ক টাইমস ও টাইম ম্যাগাজিন মত দিয়েছে।
অন্যদিকে প্রশিক্ষণের জন্য উপযোগী জুতা সম্পর্কে তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান বেসবল খেলোয়াররা সেই জুতা পরিধান করে থাকে। এছাড়া তার স্বাস্থ্য টিপসে তিনি ‘ডেস্ক জব’ (ডেস্কে বসে কাজ) সম্পর্কেও সতর্ক করেছিলেন।
উল্লেখ্য, ওয়াল্ট হুইটম্যান প্রভাবশালী মার্কিন কবিদের একজন। মানবতাবাদী এই কবি তার রচনায় তুরীয়বাদ (ধর্ম ও গণতন্ত্রের সমন্বয়ে এক মতবাদ) ও বাস্তববাদের এক অনন্য সম্মিলন ঘটিয়েছিলেন। তাকে মুক্তছন্দের জনকও বলা হয়। তার রচনা সে যুগে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে। বিশেষ করে তার কাব্য সংকলন লিভস অব গ্রাস মাত্রাতিরিক্ত অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়।