খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: বাংলাদেশের কূটনৈতিক, বিশেষ ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কুয়েত ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে এক বৈঠকে কুয়েতের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, চুক্তি অনুযায়ী কূটনৈতিক, বিশেষ ও অফিসিয়াল পাসপোর্টধারীরা কুয়েতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। কুয়েতের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে এ সুযোগ পাবেন।
বর্তমানে ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, চিলি, তুরস্ক, লাওস, বেলারুশ ও ব্রাজিলের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এলে এই চুক্তি হবে। ২০০৫ সালে চুক্তি প্রণয়নের কাজ শুরু হয়। ২০১৫ সালে কুয়েত খসড়া চুক্তি দেয়। অনেকগুলো সভার পরে ১১-১৩ এপ্রিল ঢাকায় সমঝোতা বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হয়। মন্ত্রিসভা এ খসড়া অনুমোদন দিয়েছে।
কুয়েত সরকার জিটুজি ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে শফিউল আলম বলেন, এ চুক্তি স্বাক্ষর হলে কুয়েত পেট্রোলিয়াম প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের জন্য ভিসা সুবিধা পাবেন। বিনিয়োগ বৃদ্ধির পর কর্মসংস্থান বাড়বে। প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে, ফলে স্থানীয় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বাড়বে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ আমদানি-রফতানির জন্য একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি)’ অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সার্কভুক্ত অঞ্চলের অনেক দেশের বিদ্যুৎ উদ্বৃত্ত আছে। ভুটান ভারতে বিদ্যুৎ রফতানি করে, আমরাও সেই শেয়ারিংয়ে অন্তর্ভুক্ত হতে পারি, এজন্য এই চুক্তিটি আনা হয়েছে।
বৈঠক শেষে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রীসভা।
মুজিবুর রহমান সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।