খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: ক্রিকেট মাঠে এবার দুর্ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যাডাম ভোজেস। রবিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের মিডলসেক্স ও হ্যাম্পশায়ারের ম্যাচ চলাকালীন ভোজেসের মাথায় বলের আঘাত লাগে।
মিডলসেক্স দলের অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন ভোজেস। ফিল্ডিং করার সময় তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করতে বল থ্রো করেন অলি রেনার। সে বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন উইকেটরক্ষক জন সিম্পসন। আর ওই বলটিই গিয়ে আঘাত হানে ভোজেসের মাথায়। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে ভোজেসকে চিকিৎসার জন্য হাসাপাতালে নেওয়া হয়। যদিও তিনি মাঠে থেকেই খেলা দেখতে চেয়েছিলেন। কিন্তু সে খুব একটা ভালো বোধ করছিল না বলে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মিডলসেক্সের ডিরেক্টর অব ক্রিকেট আনগুস ফ্রেসার বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে অ্যাডাম আর এ ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না। তাকে সাজঘরে আনার পর সে খুব একটা ভালো বোধ করছিল না। তাই আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেই। সে খেলতে না পারলেও মাঠে থেকেই খেলা দেখতে চাইছিল।’
ক্রিকেট মাঠে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার মাঠে বলের আঘাত পেয়েছেন। গত মাসেই আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিশ ন্যাশ কাউন্টি খেলতে গিয়ে নাকে বলের আঘাত পান। হেলমেট না থাকলে হয়তো তার নাকই ভেঙ্গে যেত। এ ছাড়া গত বছর মাথায় বলের আঘাত পান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানও।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে মৃত্যুবরণ করেন ক্রিকেটার ফিলিপ হিউজ। তার এ অকাল প্রয়াণে পুরো ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নামে। আর এখন কোনো ক্রিকেটার বলের আঘাত পেলেই সকলের মনে হিউজের মৃত্যুর সেই আতঙ্কই যেন ফিরে