খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: কেন্দ্রীয় ব্যাংকের গড়িমসিতে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। গত কয়েক কার্যদিবস ধরে শেয়ারবাজারে পতনে মধ্যে দিয়ে চলছে লেনদেনে। আর এ পতন ঠেকাতে গত বুধবার সন্ধ্যায় তাড়াতাড়ি করেই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সম্মেলনে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের (এক্সপোজার) সময় না বাড়িয়ে শেয়ার বিক্রির চাপ কমাতে বিকল্প নীতি-সহায়তা হিসেবে সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এতে বাজার টানা পতনে অব্যবহৃত রয়েছে বলে মানে করছেন বাজার সংশ্লিষ্টরা। এমনকি আজও পতনে শেষ হয়েছেন লেনদেন।
আজ সোমবার লেনদেন শুরু ব্যাপক পতনের কবলে পরে বাজার এবং দুই ঘন্টা পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও শেষ দিকে ব্যর্থ হয় সূচক। এর ফলে টানা ৭ম দিনের মতো পতনে বিরাজ করছে শেয়ারবাজার। আজ সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটাবেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ১৭ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪১৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১০২৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করে ১৬১২ পয়েন্টে।ওইদিন টাকায় লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকা বা ৪.২৮ শতাংশ।
এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ৭৭৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর টাকায় লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৯ লাখ ৮২হাজার টাকা।