Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর বাংলাদেশ সফরকালে তিনটি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন।
দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ-সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ এবং পাসপোর্ট বিষয়ে হতে যাওয়া চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এছাড়াও কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।
এছাড়া তিন দিনের সরকারি সফরে কুয়েতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে থাকবেন।
তা ছাড়া কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবেন। কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিন দিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী ৫ মে ঢাকা ত্যাগ করবেন।