খােলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: নরসিংদীথেকে তোফাজ্জল হোসেনঃ- স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রকৃত দেশপ্রেম ও সঠিক নেতেৃত্বের কারণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি উন্নয়নের রেললাইন হিসেবে অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন, উন্নত বাংলাদেশের রূপকার। এ জন্য প্রধানমন্ত্রী কোন রক্ত চক্ষুকে ভয় করেন না এবং ভবিষ্যতেও করবেন না। তিনি আমাদের ভরসাস্থল। মন্ত্রী গত রবিবার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত আওয়ামী লীগ নেতা শহীদ রবিউল আউয়াল খান কিরন এর ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণ সভায় প্রধান অথিতির ভাষণে একথা বলেন। শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুণ অর রশিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃকর্ণেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক এমপি, শিবপুর থেকে নির্বাচিত এমপি ও আওয়ামী যুবলীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুরের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান ভূইয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল, মরহুম কিরন খাঁনের ছেলে ফজলে রাব্বি খাঁন প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের বিদায় হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা আইএসএ বিশ্বাস করিনা। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। কিন্তু ধর্মান্ধ নয়। দেশে কতিপয় গোষ্ঠী মানুষ পড়িয়ে মারার রাজনীতি শুরু করে সরকারের পতন ঘটাতে চেয়ে ছিল। কিন্তু সরকারের সঠিক নেতৃত্বের কারণে তাদের সেই রাজনীতি বানচাল হয়ে যায়। এখন তারা দেশে গুপ্ত হত্যার রাজনীতি শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা গুপ্ত হত্যার মাধ্যমে খতম করার চেষ্টা করছে। এব্যাপারে সরকার ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। ষড়যন্ত্র, চক্রান্তকারী খুনীদের খুঁজে বের করার জন্য দেশের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা বাহিনী সাধ্যমত কাজ করে যাচ্ছে। সকল হত্যাকান্ডের রহস্য বের করা হবে এবং অচিরেই তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যবদ্ধভাবে বিভেদ সৃষ্টিকারীদের প্রতিরোধ করবে। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক। তিনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে দিনের কাজ শুরু করেন। তাঁর নেতৃত্বে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে অতিশীঘ্র মধ্যম আয়ের একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ গড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।