Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: পানামা পেপারস নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ঘায়েল করলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান। তিনি বললেন, যদি নওয়াজ শরীফ দেশে ও বিদেশে তার সম্পদের হিসাব দিতে ব্যর্থ হন তাহলে তাকে জেলে পাঠানো হবে।
পাকিস্তানের লাহোরে এক জনসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উচিত পদত্যাগ করা। নওয়াজ শরীফের ছেলেদের মিলিয়ন ডলারের বিনিয়োগ আছে বিদেশী অফসোর কোম্পানিগুলোতে। এ বিষয়ে তাকেই পরিষ্কার করতে হবে। পানামা পেপারসে নওয়াজ শরীফের ছেলেদের নাম প্রকাশ পেয়েছে। এ জন্য নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করে ইমরান খান। তিনি বলেন, ‘নওয়াজ শরীফ: যদি আপনি দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হন তাহলে আপনাকে এবার জেলে যেতে হবে’।
ইমরান খান বলেন, ১৯৮০র দশকে শরীফ পরিবারের মাত্র একটি কারখানা ছিল। তখনো তারা ক্ষমতায় আসে নি। কিন্তু কয়েক বছর ক্ষমতায় থাকার পর শরীফ পরিবারের ককারখানার সংখ্যা কয়েক ডজন। এটা কিভাবে সম্ভব? তিনি আরও অভিযোগ করেন, রাইউইন্ড এস্টেটে শরীফের পারিবারিক আবাসিক এলাকার উন্নয়নে পাকিস্তানিদের কোটি কোটি রুপি ব্যায় করেছে নওয়াজ শরীফের সরকার। তিনি পাকিস্তানে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন। তার কথায়, এই দুর্নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। ইমরান খান বলেন, পাকিস্তানে প্রতিদিন ১২০০ কোটি রুপির দুর্নীতি হয়। নতুন নতুন উন্নয়ন প্রকল্প ও এসব থেকে কমিশন গ্রহণের মাধ্যমে এ দুর্নীতি হয়।
ওদিকে পানামা পেপারসে নাম উঠে আসায় নওয়াজ শরীফ অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। তবে পিপিপি সহ অন্য বিরোধী দলগুলো ততা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, প্রধানমন্ত্রীর দুর্নীতি ঢাকার উদ্দেশে এটা করা হয়েছে। বিরোধীরা নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করে তারপরই বিদেশে তার ছেলেদের অর্থ পাচারের তদন্ত দাবি করেছে।