Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল সোয়া ৯টায় এ শুনানি শুরু হয়।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন― বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
দুই দফায় নিজামীর আপিল আবেদনের ওপর শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। ১০ এপ্রিল নিজামীর রিভিউ শুনানি প্রায় তিন সপ্তাহ পিছিয়ে ২ মে নির্ধারণ করেন আদালত।
এর মধ্যে বাংলা নববর্ষ, দুই সপ্তাহ অবকাশ, সাপ্তাহিক ছুটি ও মে দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট ১৭ দিনের ছুটি ছিল। ছুটি শেষে সোমবার আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়। নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরুর পর মঙ্গলবার নির্ধারিত দিনেই কার্যতালিকায় আসে আবেদনটি।
আপিল বিভাগে বহাল থাকা মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে ২৯ মার্চ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন নিজামী। পরে রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ ৩০ মার্চ চেম্বার বিচারপতি কাছে আবেদন করে।
চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সেদিন আদালত নিজামীর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহ সময় দেন। পরে আরও এক দফা সময় আবেদন মঞ্জুরের পর ৩ মে আপিল শুনানির দিন ধার্য হয়।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৫ মার্চ। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করেন নিজামী। ২৯ মার্চ দায়ের করা ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে খালাস চেয়েছেন তিনি।