Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলারের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ৩০০মিলিয়ন ডলারের জন্য সরকারের মামলা করে তদন্ত করা উচিৎ।
সোমবার সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সরকার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসছে। সজিব ওয়াজেদ জয়ের অনেক কথা জনগণ এতদিন জানতো না। এখন জনগণ জয়ের অর্থ পাচারের কথা জেনে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের গুম-খনি নিয়ে অভিযোগ করার অধিকার নেই। কারন তারা ৭২ সাল থেকে গুম-খুনের রাজনীতি শুরু করেছে। এখনও করছে।
শ্রমিক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আমার নতুন করে শপথ নিয়েছি সফল আন্দোলন করার। বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। এ সরকারের বৈধতা নেই। বৈধ সরকার না থাকায় দেশে সন্ত্রাস-জঙ্গী বৃদ্ধি পেয়েছে। দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। দেশে অহরহ মানুষ খুন হচ্ছে। এসব সংকট সমাধানের একমাত্র পথ একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরল ইসলাম নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।