Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিএনপির আগামী নেতৃত্ব শেষ করার টার্গেট সরকারের: নজরুল
বিএনপির আগামী নেতৃত্ব শেষ করার টার্গেট সরকারের: নজরুল
খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামীতে বিএনপিকে যে সকল নেতারা নেতৃত্ব দেবেন তাদেরকেই টার্গেট করে শেষ করার পরিকল্পনা করছে ক্ষমতাসীনরা। এ জন্য বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল ঢাকামহানগর দক্ষিণ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। স্মরণ সভায় বক্তব্যে রাখেন পিন্টুর সহধর্মিনী নাছিমা আক্তার কল্পনা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
‘বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভায় নজরুল ইসলাম খান বলেন, দেশে বর্তমান হত্যা, গুম ও নির্যাতন চলছে। এর পরিবর্তন করতে হবে। তাই আমাদেরকে অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বিডিআর বিদ্রোহ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে পিন্টুকে অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার সাথে পিন্টু জড়িত ছিলেন না। তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতাকে ভয় পেয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আপনারা যদি পিন্টুর মত সাহসি হন তাহলে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে পিন্টুর মত সাহসি ও সংগ্রামী হয়ে দলের জন্য কাজ করতে হবে। এবং পিন্টুর হত্যাকারীদের বিচার চাইতে হলে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। অন্যথায় তার বিচার সম্ভব নয়।
তিনি বলেন, পিন্টু থাকলে রাজধানীর লালবাগ এলাকায় সরকারি দল টিকতে পারবে না। এ কথা তারা ‘আওয়ামী লীগ’ ভালো করেই জানতো। তাই সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে পিন্টুকে গ্রেফতার করে হত্যা করা হয়েছে। পিন্টুর মৃত্যু অস্বাভাবিক ছিল, এই মৃত্যু কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।