Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এমপি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এরআগে শোক প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন. জনগনের জন্য নিবেদিত প্রাণ এই নেতার আকস্মিক মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশবাসী তাকে অনন্তকাল স্মরণ করবে।
সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর আলোচনা শেষে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর আগে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। মোনাজাত শেষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে অন্যান্য কর্মসূচী স্থগিত করে অধিবেশন মূলতবি করা হয়।
এদিকে অধিবেশনের আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে বিরোধী দলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর এবং অন্যান্য সংসদ সদস্যরা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন।
সংসদে সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম ও ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, খাদ্য প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনার এবং জাতীয় পার্টির ফখরুল ইমাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাটি ও মানুষের এই নেতা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন। জনগনের সেবা দেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগে ইতিবাচক পরিবর্ততন এনছেন তিনি। যে কারণে সর্বস্তরের মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন।
আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এই নেতার মুত্যুতে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। যে ক্ষতি কখনোই পুরণ হবার নয়। দু’দিন আগে আওয়ামী লীগের ময়ময়সিংহ জেলা কমিটির সম্মেলনে তিনি সারাদিন থেকেছেন। সফল করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজ তিনি নাই, এটা আমরা ভাবতেও পারি না। তারপরও এই মুত্যুতে আমাদের মেনে নিতে হবে।
আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, পেশায় চিকিৎসক এই নেতা অত্যন্ত স্বজ্জন, সদালাপি ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি সব সময় নির্বাচনী এলাকায় থাকতে ভালো আসতেন। জনগনের সেবা করতেন। জনগন আজীবন তাকে মনে রাখবে।
উল্লেখ্য, মুজিবুর রহমান ফকির ১৯৪৫ সালের ৭ জানুয়ারি ময়মনসিংহ জেলায় জš§গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ-৩ আসন থেকে অষ্টম, নবম ও দশম সংসদে সদস্য নির্বাচিত হন। গতকাল সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।