খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: পুলিশ এবং নির্বাচন কমিশনকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার জন্য ফের বিড়ম্বনায় পড়লেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত ওই বক্তব্যের সিডি অবশেষে চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। সোমবার ওই সিডি চেয়ে পাঠানো হয়েছে। ওই সিডি দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হবে বলে সূত্রের খবর।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হুমকির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছেও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, যেভাবে একজন মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে রাজ্যের পুলিশ সুপারদের আর নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছেন, তা এককথায় যথেষ্ট নিন্দনীয়। এবার ফের নির্বাচনী বিধিভঙ্গের প্রশ্ন তুলে ভোট শেষ হওয়ার আগেই এভাবে কমিশন ও পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ায় মমতার বক্তব্য নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
উল্লেখ্য, গত রোববার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় শেষ দফার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রকম নির্বাচন কখনো দেখিনি। রাজ্যে নির্বাচনের নামে নির্যাতন চলছে।’
পশ্চিমবঙ্গ পুলিশকে কটাক্ষ করে মমতা বলেন, যেসব পুলিশ কমিশনার দিল্লি পুলিশকে সাহায্য করছে তারা ভীতু পুলিশ। পুলিশের তাণ্ডবে ঘুম ছুটেছে বলেও মন্তব্য করেন মমতা।
কার্যত নির্বাচন কমিশনের কড়াকড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘ভবিষ্যতে ভুগতে হবে। আমি যদি বেঁচে থাকি, তাহলে দেখে নেব।’ এমনকি অন্য রাজ্যে এভাবে ভোট হয় কি না তাও দেখে নেবেন বলে উল্লেখ করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের পরেই সরব হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের বিরোধীরা। এরপরেই নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে।