খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: একটি জঙ্গিবাদী গোষ্ঠী সামাজিক-সাংস্কৃতিককর্মী, লেখক, প্রকাশক হত্যা করে দেশে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই এ শক্তিকে মাথাচাড়া দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই। এ লড়াইয়ে প্রয়োজন সাংস্কৃতিক চর্চা।
সংস্কৃতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। কিন্তু চর্চার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সাংস্কৃতিক চর্চায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান নূর জানান, আওয়ামী লীগের আগামী কাউন্সিলের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জন-সংগ্রাম-ত্যাগের প্রতিফল ঘটানো হবে বলে জানিয়েছেন দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দলের বিংশতম জাতীয় কাউন্সিল।
আসাদুজ্জামান নূররে সভাপত্বিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি কাজী রোজী, কবি আসলাম সানী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, অভিনেতা আকবর হোসেন পাঠানফারুক।