Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর নিকট থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটকের পর পানি পান করিয়ে হাঁটানোর আড়াই ঘণ্টা টয়লেট সেরে বারগুলো ফেরত দিয়েছেন তিনি। আটককৃত ঐ ব্যাক্তির নাম নূর আলম। তিনি খুলনার জাকির খানের ছেলে।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ‘নূর আলম মালয়েশিয়া থেকে আসা ওডি ১৬২ ফ্লাইটে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা পৌঁছান। বিমানবন্দরের ৬ নম্বর বেল্টের কাছাকাছি এলে গোয়েন্দাদের তার গতিবিধি সন্দেহজনক লাগলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় ‘আত্মবিশ্বাসী’ ভাব দেখিয়ে উল্টো ধমক দেওয়ারও চেষ্টা করে নূর আলম।
এরপর তাকে পানি পান করিয়ে, কাস্টমস হলে হাঁটানো হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর ১ নম্বর বেল্টের টয়লেটে গিয়ে নূর আলম তিনটি সবুজ প্যাকেটে মোড়ানো ছয়টি সোনার বার গোয়েন্দাদের বুঝিয়ে দেন।’
এর বাইরে তার কাছে আরও একশ গ্রাম সোনার অলঙ্কার ছিল জানিয়ে মইনুল খান বলেন, ‘তার কাছ থেকে মোট ৭০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। নূর আলম ৩০ হাজার টাকার বিনিময়ে এইভাবে সোনার পাচার করছিল’
গত পাঁচ মাসে সে ছয় বার দেশের বাইরে যাতায়াত করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার সঙ্গে কারা জড়িত তাও তদন্ত করে দেখবে শুল্ক গোয়েন্দারা।