Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: কয়েকদিন আগেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এক সময়ের ক্রিকেটবিশ্বে আতঙ্ক ছড়ানো ‘দ্যা কিং অব সুইং’ খ্যাত পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সাথে তুলনা করেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। সম্প্রতি পাকিস্তানের সাবেক এই পেসারের সাথে দেখা করে এসেছেন বাংলাদেশের তরুণ বাঁ-হাতি এই পেসার।
আর ওয়াসিম-মুস্তাফিজের এই আলাপচারিতার সময় দোভাষীর কাজ করেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এখন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। সেই সূত্রে সাকিবের সাথে বেশ সখ্যতাও গড়ে উঠেছে তার। মুস্তাফিজকে নিয়ে সাকিবই গিয়েছিলেন ওয়াসিমের কাছে।
কিন্তু বোলিংটা বেশ দাপটের সাথে চালিয়ে নিলেও মুস্তাফিুজর রহমান গোল বাঁধান এই একটা জায়গায় এসে। কথা বলতে গিয়েই তার যত জটিলতা – ইংরেজিটা ঠিক নিজের কাটারের মতই দুর্বোধ্য মনে হয় বাঁ-হাতি এই পেসারের কাছে। বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পারদর্শিতা না থাকায় তাই সাকিবের সাহায্য নিতে হয়েছে মুস্তাফিজকে। ওয়াসিমের সাথে আলাপচারিতার সময় সাকিব পালন করেন দোভাষীর ভূমিকা।
ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ওয়াসিমই জানিয়েছেন সেই সাক্ষাতের কথা। তিনি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছিল মুস্তাফিজ দেখা করতে চায়। আমিও খুব আগ্রহী হয়েছিলাম। সাকিব সে সময় দোভাষীর কাজ করেছিল। আমরা বোলিং নিয়ে বেশ কিছু আলাপ করেছি। এই পুরোটা সময়ই মুস্তাফিজের মুখে হাসি লেগেছিল।’
আলাপচারিতার ফাঁকে মুস্তাফিজকে ইন সুইংয়ের কিছু কারুকাজও শেখান ওয়াসিম। মুস্তাফিজকে ইন সুইংয়ের গুরুত্ব জানিয়ে বলেন, ‘মুস্তাফিজুর, ভবিষ্যতে সব দল তোমার কাছ থেকে তিন ধরনের ডেলিভারি প্রত্যাশা করবে। আউটসুইং, স্লোয়ার বা ইয়র্কার। এ কারণে তোমাকে ইনসুইংও শিখতে হবে।’