খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি বা অবনতি না ঘটলেও রেটিং বেড়েছে মুশফিক-সাকিব-তামিমদের।
মঙ্গলবার আইসিসি নতুন র্যাংকিং ও রেটিং প্রকাশ করে। যেখানে বাংলাদেশের রেটিং ৫৭, আর বেড়েছে ১০ রেটিং। অবশ্য হালনাগাদের আগে বাংলাদেশের রেটিং ছিল ৪৭। ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় এই রেটিং ঠিক করা হয়েছে।
বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের রেটিং বেশ কমেছে। ৭৬ থেকে নেমে এখন তাদের রেটিং ৬৫।
১১৮ রেটিং নিয়ে র্যাংকিংয়ে শীর্ষস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১১২। তাদের পরে আছে পাকিস্তান। তাদের রেটিং ১১১। তাঁদের অবশ্য এক ধাপ উন্নতি হয়েছে। চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
বেশ অবনতি হয়েছে দক্ষিণ আফ্রিকার। তৃতীয় থেকে তারা নেমে গেছে ষষ্ঠ স্থানে। এ ছাড়া ইংল্যান্ড চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম, শ্রীলঙ্কা সপ্তম ও জিম্বাবুয়ে দশম স্থানে রয়েছে।