খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: বেগুনী হীরা পৃথিবীতে দুর্লভ। এই দুর্লভ প্রজাতির সবচেয়ে বড় হীরার টুকরোটির সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার দূরবর্তী আরগাইল খনিতে। মঙ্গলবার এই হীরক খণ্ডের মালিক রিও টিনটো কোম্পানি জানিয়েছে তাদের বাৎসরিক গোলাপি হীরার শোকেসে এই বেগুনী হীরাটি মধ্যমণি হিসেবে ঠাই পাবে।
এই মুল্যবান পাথরটি ২০১৫ সালের আগস্ট মাসে এমন একটি খনিতে খুঁজে পাওয়া যায় যেখানে বিশ্বের ৯০ শতাংশ গোলাপি ও লাল হীরা পাওয়া গেছে। হীরাটির প্রকৃত ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। হীরাটিকে মেশিনে কেটে পলিশ করার পর এর ওজন দাঁড়ায় ২ দশমিক ৮৩ ক্যারেট। এর আকৃতি হয় উপবৃত্তাকার।
রিও টিনটো কোম্পানির জেনারেল ম্যানেজার প্যাটরিক কোপেন্স একটি বিবৃতিতে বলেছেন, ‘হীরাটি অবিশ্বাস্য মাত্রায় দুর্লভ। রঙ, সৌন্দর্য এবং আকৃতিতে এটার চাহিদাও হবে অবিশ্বাস্য রকমের।’
কোম্পানি জানিয়েছে হীরাটিতে যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইন্সটিটিউটে পরীক্ষা করা হয়েছে। তবে কোম্পানি থেকে এখনই হীরাটির মূল্য নির্ধারণ করা হয়নি।
আরগাইল গোলাপি হীরার প্রতি ক্যারেটের দাম এর আগে উঠেছে ১-২ মিলিয়ন মার্কিন ডলার। সাধারণত সাদা হীরার চাইতে গোলাপি কিংবা লাল হীরার দাম ৫০ গুণ বেশি হয়। বেগুনী হীরাটি বিক্রির জন্য কোপেনহেগেন, হংকং এবং নিউইয়র্কে টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।