Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
অন্যদিকে সরকারি বাহিনীর বিমান হামলায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া দু’পক্ষের হামলায় আহত হয়েছে বহু বেসামরিক নাগরিক।
সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে গত কয়েকদিনের হামলায় নারী ও শিশুসহ প্রায় ৩’শ নাগরিক নিহত হয়েছে। দু’বছর ধরে শহরটির একটি অংশ সরকারি বাহিনী ও অপর অংশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে।
মঙ্গলবার বিদ্রোহীরা একটি হাসপাতালে রকেট হামলা চালালে অন্তত ৩ জন নিহত ও ৭ জন আহত হয়।
ইতোমধ্যে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা, মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছে।