খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: সুরেশ রায়নাদের ঘরের মাঠে গিয়ে তাদের আট উইকেটে হারিয়ে দিল জাহির খানের দল। মঙ্গলবার রাজকোটে দিল্লি ডেয়ারডেভিলসের ক্লিনিক্যাল পারফরম্যান্সেই ধরাশায়ী হল গুজরাট লায়ন্স।
এদিন টস জিতে লায়ন্সদের ব্যাট করতে পাঠায় ডেয়ার ডেভিলস। ব্যাট করতে নেমে ২৪ রানের মধ্যেই দলের তিন সেরা ব্যাটসম্যান ফিরে যান। ডোয়েন স্মিথ (১৫), ব্র্যান্ডন ম্যাকালাম (১) ও অ্যারন ফিঞ্চ (৫) ডাগ আউটের দিকে হাঁটা দেন। এরপর অধিনায়র রায়না এসে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ২০ বলে ২৪ রান করে আউট হন লায়ন্স অধিনায়ক।
এরপর দীনেশ কার্ত্তিক (৫৩) ও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ৩৬) ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর সুবাদে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে গুজরাট। এদিন দিল্লির হয়ে শাহবাজ নাদিম দু’টি উইকেট নেন। এছাড়াও ক্রিস মরিস, জাহির খান, মহম্মদ শামি ও অমিত মিশ্র এক উইকেট নিয়েছেন। কিন্তু প্রত্যেকেই অত্যন্ত ভালো বল করেছেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র দু’উইকেট হারিয়েই লায়ন্সদের রান তুলে দেয় দিল্লি। এক ওভার চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় জাহিরের দল। দিল্লির দুই ওপেনার কুইন্টন ডি’কক ও ঋষভ পান্থ দারুণ ব্যাটিং করেছেন। ডি’ককের ৪৫ বলে ৪৬ রানের ইনিংসের পাশাপাশি ঋষভ করেছেন ৪০ বলের ঝোড়ো ৬৯ রান। ন’টি চার দু’টি ছয়ে নিজের ইনিংস সাজিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এই তারকা ব্যাটসম্যান। পান্থ ও কক আউট হওয়ার পর সঞ্জু স্যামসন ও জেমি ডুমিনি অনায়াসে ম্যাচ বের করে দেন।