খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: মিয়ানমারের ভাগ্যবিড়ম্বিত রোহিঙ্গা মুসলিমদের একটি আশ্রয়শিবির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মাটিতে মিশে গেছে কয়েক শত ঘর।
পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে ২০১২ সালের সাম্প্রদায়িকতার শিকার হয়ে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন এ শিবিরে ঠাঁই হয়েছিল তাদের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সারা শিবিরে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে সব। পরে পুড়ে ভষ্ম হয়ে পড়ে থাকতে দেখা গেছে কাঠের অবকাঠামো, ধাতব ছাউনি।
রাখাইনে বৌদ্ধদের সাম্প্রদায়িকতার শিকার হয়েছিলেন এক লাখের বেশি রোহিঙ্গা মুসলিম। তারা বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করেন। এর মধ্য থেকে ২০ হাজার মানুষের আশ্রয় হয়েছিল ওই শিবিরে। কর্তৃপক্ষ বলছে, রান্নার স্টোভ থেকে বাদুপা ক্যাম্পোর কাছে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ক্যাম্পটি রাজ্যের রাজধানী সিতওয়ের কাছেই। প্রচ- বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এতে আহত হয়েছে ১৪ জন। এতে বলা হয়, আগুনে পুড়ে গেছে প্রায় ৪৪০টি ঘর। তবে প্রকৃত সংখ্যা নিশ্চিত নয়।