খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ফের পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
এই মামলায় প্রথম দফা পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার হাসান আরাফাত।
বিকেলে ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুইয়ের আদালতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ দাবি করেন, যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত। এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য কারাবন্দী মাহমুদুর রহমানকে এ মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
এরপর গত ২৫ মার্চ মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত। পরে গত শুক্রবার তাকে রিমান্ডে নেয় ডিবি।
প্রায় ৮৫টি মামলায় জড়িয়ে ২০১৩ সালের এপ্রিল থেকে কারাগারে আছেন মাহমুদুর রহমান।