Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬:  সড়কে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
আজ বুধবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী ব্যারিস্টার মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে অংশ নেন তিনি নিজেই। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক কুমার শেখর।
এ বিষয়ে জানতে চাইলে রিটকারী ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, রাজধানীতে বহু অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) উল্টোপথে গাড়ি চালান। তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গাড়িও উল্টোপথে চলাচল করে। এতে জনগণের দুর্ভোগ ও দুর্ঘটনা বাড়ছে। বাড়ছে যানজট। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, এটি শাস্তিযোগ্য অপরাধ। এ রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।
গত ১৭ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, অধিকাংশ ভিআইপি রাস্তায় উল্টোপথে চলাচল করেন। তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের গাড়ি উল্টোপথে চলে। এতে জনগণের দুর্ভোগ বাড়ে। পত্রিকার এই সংবাদ সংযুক্ত করে গত সপ্তাহে আদালতে রিট করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী।