Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের সমর্থনে বক্তব্য দেওয়ার জন্য আগামীকাল আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য নিম্ন আদালতে আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় তাঁকে আদালতে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
গত ১৭ এপ্রিল খালেদা জিয়ার নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে গত ২৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। ওই দিন সময় প্রার্থনা করেন তাঁর আইনজীবীরা। পরে আদালত ৫ মে শুনানির দিন ধার্য করেন।
ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ বিষয়ে উচ্চ আদালতে রিভিশন আপিল করা হবে বলে আদালতকে জানানো হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ এপ্রিল নির্ধারণ করেন।
এদিকে উচ্চ আদালতে আবেদন করলে গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী মাসের ২ মে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার কথা রয়েছে। এতে করে এ মাসে আর খালেদা জিয়ার রিভিশন আবেদনের শুনানি হচ্ছে না।
গত ১৭ এপ্রিল আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তদন্ত কর্মকর্তার পুনরায় জেরার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাও খারিজ হয়ে যায়।
খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, আবদুর রেজাক খান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।