খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তবে ওসমান ফারুক দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে তদন্তকারী সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ১১ জনের তালিকা নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। এই ১১ জনের অধিকাংশই সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা ছিলেন। ওসমান ফারুক তখন ওই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইকোনমি অনুষদের রিডার ছিলেন। ১১ জনের তালিকায় তাঁর নাম রয়েছে। গত বছর অক্টোবরে ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের সময় যেসব অপরাধের কথা বলা হয়েছিল, তাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর টর্চার সেলের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ওসমান গণির ছেলে ওসমান ফারুক ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।
এ বিষয়ে ওসমান ফারুক বলেন, তিনি টেলিভিশনের সংবাদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত ও বিস্মিত হয়েছেন। এই অভিযোগের কোনো সত্যতা নেই। রাজনৈতিক কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।