বুধ. মে ১, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ৫ মে ২০১৬: দুই ম্যাচ পর দলে ফিরেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যক্তিগত পঞ্চম ম্যাচ খেলতে নেমে খুব একটা সাফল্য পাননি তিনি। প্রথমে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি, পরে বল হাতেও খুব একটা সাফল্য পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে কলকাতা সাত রানের দারুণ এক জয় পেয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে তারা ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষের সামনে। জবাবে পাঞ্জাবের ইনিংস থেমে যায় ১৫৭ রানে। তাই নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যায় কলকাতা।
কলকাতার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব দুই ম্যাচ পর একাদশে ফিরেও দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। প্রথমে তাঁর দল ব্যাট করলেও সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি। পরে তিন ওভার বল করে ২১ রান দিলেও একটি উইকেটও পাননি ওয়ানডের সেরা অলরাউন্ডার।
অবশ্য এর আগে মাঝখানে টানা চার ম্যাচে একাদশে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। সেই চার ম্যাচ থেকে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ছিল মাত্র ২০ রান, আর বল হাতে মাত্র একটি উইকেট। তাই ভারতীয় সংবাদমাধ্যমে সাকিবের সমালোচনা শুরু হয়ে যায়। তাঁকে একাদশে রাখা হচ্ছে কেন, এ নিয়ে প্রশ্ন তোলেন দেশটির কোনো কোনো ক্রিকেট বিশ্লেষক।
তাই দিল্লির বিপক্ষে দলের সপ্তম ম্যাচে এবং র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অষ্টম ম্যাচে আবার একাদশের বাইরে রাখা হয় এই বাঁহাতি অলরাউন্ডারকে। অবশ্য নবম ম্যাচে একাদশে সুযোগ পেয়েও সেই সমালোচনার জবাব দিতে পারেনি তিনি।
যদিও এর আগে ২০১১ সালে কলকাতায় যোগ দেওয়ার পর দলের দুটি শিরোপা জয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন সাকিব। আগের পাঁচটি আসরে ৩২ ম্যাচ খেলে তিনি ৩৮৩ রান করেছেন। বল হাতে নিয়েছিলেন ৩৮টি উইকেট। সেই তিনিই এবার খুব একটা উজ্জ্বলতা ছড়াতে পারছেন না।