Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: এবার অলআউট করা হবে ব্যাটারিচালিত অটোরিকশা। এ বার্তা দেশের সব বি আরটিএকে পৌঁছে দিয়ে নিজেই রাস্তায় নেমে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৬ মে) সকাল ১০টা পর্যন্ত মিরপুর থেমে হেমায়েতপুর পর্যন্ত অন্তত ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছেন তিনি।
মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের সব সড়ক-মহাসড়কে কোনো ব্যাটারিচালিত অটোরিকশা দেখা মাত্রই জব্দ করতে হবে।
মন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে ঢাকাসহ সব সড়কে নেমে পড়েছেন বি আরটিএ কর্মকর্তারা। মন্ত্রী নিজে বি আরটিএর এ অভিযান দেখতে নিয়মিত দৌড়াচ্ছেন রাস্তায়।
ঢাকা-মাওয়া সড়কের পর মিরপুর থেকে হেময়েতপুর সড়কে মন্ত্রী পুলিশের সহযোগিতায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালান।
একই সঙ্গে মন্ত্রী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান দেখছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, সারা দেশে লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় নেমে দুর্ঘটনার কারণ হচ্ছে। অপচয় করছে বিদ্যু‍ৎ। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক নিরাপত্তা কাউন্সিলের আপত্তি না মেনে অনুমোদিত এসব বাহন রাস্তায় দাপট দেখাচ্ছে। এখন থেকে আর কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমননে সড়ক-মহাসড়কে চলতে দেওয়া হবে না।