খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: যুক্তরাজ্য জুড়ে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে স্কটিশ পার্লামেন্ট, ওয়েলসের ন্যাশনাল এসেম্বলি, নর্দার্ন আয়ারল্যান্ডের এসেম্বলিসহ ব্রিটেনের ১২৪টি কাউন্সিলে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন। এছাড়া লন্ডন, ব্রিস্টল, লিভারপুল এবং স্যালফোর্ডে অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন। সেই সঙ্গে এই নির্বাচনে ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ ও অপরাধ বিষয়ক কমিশনাররাও নির্বাচিত হবেন।
একসঙ্গে এতগুলো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনটিকে বলা হচ্ছে সুপার থার্সডে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুক্রবার সকাল ৮টা থেকে লন্ডনের মেয়র নির্বাচনের ভোট গণনা শুরু হবে। আর স্থানীয় সময় শুক্রবার বিকেল নাগাদ ফলাফল জানা যাবে।