Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: টানা দুই ম্যাচ হারের পর জয়ের পথে ফিরল রাইজিং পুনে সুপারজায়ান্টস। আইপিএলে গত রাতে মহেন্দ্র সিং ধোনির দল ৭ উইকেটে হারিয়েছে ফর্মে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে। দিল্লির ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করা ১৬২ রান ৫ বল আগেই টপকে যায় পুনে।
টানা দুই ম্যাচ জিতে দারুণ সময় কাটানো দিল্লির শুরুটা ভালো ছিল না। ১৩ রানে প্রথম উইকেট হারানো দিল্লি শুরুর ধাক্কা কাটিয়ে অবশ্য বড় সংগ্রহই দাঁড় করেছিল করুণ নায়ার (৩২), জেপি দুমিনি (৩৪) ও স্যান বিলিংসের (২৪) ব্যাটে। কিন্তু আজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরিতে (৬৩*) সেই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় পুনে। উসমান খাজা করেন ৩০ রান, ধোনির ব্যাট থেকে আসে ২৭ রান।