খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ এবং মেলান্দহ এ তিন উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্র দুটিতে আগে থেকেই সিল দেওয়া ব্যালট নিয়ে ঢোকার অভিযোগে নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনিসুজ্জামান ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আকরামুজ্জামানকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া অন্য কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।