Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: দুই যুযুধান, এক জন বাসচালকের ছেলে তো অন্য জন কোটিপতি। সাধারণের ভিড়েই কেটেছে এক জনের শৈশব। লন্ডনের টিউব সম্পর্কে অন্য জনের তেমন কোনো ধারণাই নেই। প্রথম জন লেবার পার্টির সাদিক খান। দ্বিতীয় জন কনজারভেটিভ দলের জ্যাক গোল্ডস্মিথ। লন্ডনের মেয়র পদের নির্বাচনে ইতিহাস গড়ে জিতে গেলেন সাদিক। তিনিই ব্রিটিশ রাজধানীর প্রথম এশীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র।
শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়েছিল ভোট গণনা। কিছু ক্ষণ পর থেকেই চিত্রটা স্পষ্ট হতে শুরু করে। শেষ পর্যন্ত হার স্বীকার করে নেয় জ্যাক শিবির।
১৯৪৭ সালে পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পর সাদিকের দাদা-দাদী ভারত থেকে পাকিস্তানে পাড়ি দেন। তার পর, সাদিক জন্মানোর আগেই পাকিস্তান থেকে ব্রিটেনে চলে আসেন সাদিকের মা-বাবা। বিদেশে এসে সাদিকের বাবা বেছে নিলেন বাসচালকের কাজ। আর মা হলেন দর্জি। তিন কামরার ছোট সরকারি আবাসনে অর্থকষ্ট ছিল সাদিকের শৈশবের নিত্য সঙ্গী। তাই ছোট থেকেই কিছু একটা করে দেখানোর তাগিদ ছিল তার।
অন্য দিকে, পাক ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের ভাই জ্যাক। ব্যবসায়ী পরিবারে তার জন্ম। তাই ছোট থেকেই বিলাসবহুল জীবনযাপনেই অভ্যস্ত তিনি। গড়পড়তা মানুষের মতো টিউব রেল ব্যবহার করেন না। হয়তো দেখতেও যান না ফুটবল ম্যাচ। তাই লন্ডনের অন্যতম যান, টিউব রেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে নাজেহাল হয়েছিলেন জ্যাক। ঠিক যেমন ফুটবল ক্লাব নিয়ে প্রশ্ন করা হলেও জ্যাক থাকেন এক প্রকার নির্বাক।
নির্বাচনী প্রচারে সাদিকের বিরুদ্ধে কুৎসা রটিয়েছিলেন জ্যাক। সাদিকের ধর্মের প্রসঙ্গ টেনে বলেন, সাদিক পাকিস্তানি। তিনি কট্টরপন্থী। জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। আর এই প্রচারে জ্যাক ‘সেমসাইড’দিয়ে ফেলেছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
পেশায় আইনজীবী সাদিক স্বীকার করেন, পেশার তাগিদে অনেক সময়েই অপরাধীদের জন্যও লড়তে হয়েছে তাকে। তবে জ্যাকের অভিযোগ উড়িয়ে তিনি বলেন, ‘‘সব সময়েই আমি কট্টরবাদের বিরোধী।”
লন্ডনবাসীদের উদ্দেশে তার বার্তা ছিল, মেয়র হলে আগামী চার বছর টিউব ভাড়ার কোন পরিবর্তন করতে দেবেন না এবং লন্ডনে তৈরি হবে নতুন বাড়ি।
ভোটের ফল প্রকাশের পরে সাদিককে অভিনন্দন জানিয়েছেন জেমাইমা। টুইটারে তিনি বলেন, ‘‘জ্যাকের প্রচারে ওর আসল স্বভাব প্রতিফলিত হল না। সেটাই দুঃখের।