খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: রাজশাহীর তানোর উপজেলায় মোহাম্মদ শহীদুল্লাহ (৬০) নামে এক পীর সাহেবকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একটি আম বাগান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ নিহতের ছেলে রাসেল আহম্মেদ থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। শহীদুল্লাহর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মহানন্দখালীতে। রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রায়ই বিভিন্ন এলাকা থেকে ওই পীরের মুরিদরা তার বাড়িতে আসতেন। তিনিও মাঝে মধ্যে ভক্তদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এখন হত্যাকাণ্ডের পেছনে এর কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তারা বুঝতে পারছেন না।
এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতদের আসামি করে নিহতের ছেলে রাসেল আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।