খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: বাংলাদেশের ফুটবলে আবারো শুরু হচ্ছে লোডভিক ডি ক্রুইফ অধ্যায়। তবে সেটা শুধু এক মাসের জন্য।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, আবারো একমাসের জন্য বাংলাদেশে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবেন নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ।
এর আগে বাংলাদেশে ১৬ মাসের জন্য দায়িত্ব পালন করেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য এই ডাচ কোচকে বরণ করে নিতে হয় তিক্ত বিদায়। ডি ক্রুইফের সময় জাতীয় দলের খেলাতেও এসেছিল পরিবর্তন।
তাই তাকে ফিরিয়ে আনার গুঞ্জনও চলছিল বেশ কিছুদিন। এবার সেই গুঞ্জনই সত্য হলো। বাংলাদেশ ফুটবলে আবারো আসছেন ক্রুইফ।