খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের চলতি আসরের ৩৪ তম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শক্তিশালী গুজরাটের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় একধাপ এগিয়ে চারে উঠে এসেছে মুস্তাফিজুর রহমানের দলটি। ওই ম্যাচে দারুণ জয়ের পাশাপাশি বল হাতে আইপিএলে অসাধারণ এক রেকর্ড গড়েছেন হায়দরাবাদের বোলাররা।
টি-টোয়েন্টি ভার্সনের আইপিএল ম্যাচে সাধারণত বোলারদের উপর আক্রমণটাই বেশি চলে। বোলারদের পিটিয়ে রানের মহোৎসব করার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। কিন্তু শুক্রবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুতে খুবই অসহায় দেখা গেছে গুজরাটের ব্যাটসম্যানদের।
গুজারাটে ইনিংসের শুরুতে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে কোন রান নিতে পারেননি ডোয়াইন স্মিথ। তার মেডেন ওভারের পর আশিষ নেহরার করা প্রথম ওভারেও কোনো রান নিতে পারেননি গুজরাটের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।
অভিষেকের পর থেকেই বল হাতে ঝড় তুলছেন মুস্তাফিজ। হৃদয় কেড়ে নিচ্ছেন তাবৎ ক্রিকেট বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীর। শুক্রবার গুজরাটে শুরুটাও ছিল সবচেয়ে ধীর গতির। পাওয়ার প্লে ওভার গুলোতে ৩ উইকেটের খরচায় মাত্র ২৫ রান তুলতে সক্ষম হয়েছিল গুজরাট। অন্যদের সঙ্গে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজও। নিজের অষ্টম ম্যাচে চার ওভারের স্পেলে ১৭ রানের খরচায় দুই উইকেট নিয়ে সবচেয়ে কম রান দেন একমাত্র তিনিই। তাছাড়া ফিল্ডিও করেছেন চমৎকার। অথচ শেষ অবধি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভুবনেশ্বর কুমার।
ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, এ জন্য শেখর ধাওয়ানকে দায়ী করতে পারেন কাটার বয়। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে যদি শিখর ধাওয়ান বল তালুবন্দি করতে পারতেন তাহলে ম্যাককালামের উইকেটটি ঝুলিতে পুরতেন মুস্তাফিজ। তিনটি উইকেট নিয়ে কাল ম্যাচ সেরা হতে পারতেন এই টাইগার এই বোলার। অন্যদিকে ম্যাচ সেরা হওয়া ভুবনেশ্বরের তোলা উইকেট ছিল মুস্তাফিজের মতোই, দুটি। তবে রান ছিল মুস্তাফিজের চেয়ে বেশি, ২৮ রান। কিন্তু প্রথম ওভারে দেয়া মেডেনেই এগিয়ে গিয়েছেন ভুবনেশ্বর।
খেলা শেষে, ম্যান অব দ্য ম্যাচ ঘোষণার সময় সঞ্চালক মুস্তাফিজের নামও নেন। কারণ ম্যাচ সেরার দাবিদার তো ছিলেন বাংলাদেশের এই দুর্দান্ত পেসারও। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সেরা হয়েছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচে চার ওভারে মাত্র ৯ রান দিয়ে দুই উইকেট তুলেছিলেন বাংলাদেশি এই পেসার।