খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: আগের ম্যাচে দারুণ পারফরম্যান্স মুস্তাফিজুর রহমানের। টানা খেলে যাচ্ছেন। আছেন সাফল্যের মধ্যে। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে আগের ম্যাচ জিতিয়েছিলেন দল সানরাইজার্স হায়দ্রাবাদকে। আর আজ রবিবার মুখোমুখি গেলোবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। বিশাখাপাটনামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়।
মুম্বাইয়ের বিপক্ষে আগের দেখায় ৭ উইকেটে জিতেছিল সানরাইজার্স। সেই ম্যাচে ৩২ রানে ১ উইকেট ছিল মুস্তাফিজের শিকার। বাংলাদেশের এই কাটার, স্লোয়ার বিশেষজ্ঞ দলের ৮ ম্যাচের প্রতিটিতে খেলেছেন। ৬.২৭ ইকোনোমি রেটে নিয়েছেন ১০ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার ৭ নম্বরে এখন মুস্তাফিজ। তবে সেরা দশেও ইকোনোমি রেটে সেরা মুস্তাফিজ।
সানরাইজার্স ও মুম্বাইয়ের লড়াইটা এখন একই লক্ষ্যে। দুই দলই সেরা চারে জায়গা করে নিতে জয় তুলে নিয়ে এগিয়ে থাকতে চায়। ৮ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্সের। ৯ ম্যাচে ১০ পয়েন্ট রোহিত শর্মাদের মুম্বাইয়ের। পয়েন্ট টেবিলে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে তারা। দুই অধিনায়কই রানে আছেন। দুজনই ৫টি করে ফিফটি করেছেন। ওয়ার্নারের রান ৪১০। রোহিতের রান ৩৮৩।