খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
দেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় প্রতি বছরের মতো এবারো ৬৫ দিনের জন্য ট্রলারের মাধ্যমে সব প্রজাতির মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৭ মে গেজেটে প্রকাশিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এসআরও নং ৯৭-আইন/২০১৫-এর বিধানুযায়ী এ নিষেধাজ্ঞা জারির মাধ্যমে সব বাণিজ্যিক ট্রলারকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যথায় তাঁদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।