খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: রাজধানী কায়রোর দক্ষিণপ্রান্তের হেলবানে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আট পুলিশকে হত্যা করেছে।
রবিবার মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের দাপ্তরিক ফেইসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, চারজন বন্দুকধারী ছোট একটি পিকআপ থেকে নেমে পুলিশের গাড়িটি থামায়, তারপর বেসামরিক পোশাকে থাকা পুলিশদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা মুখোশ পরিহিত ছিল। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
মিশরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মুহম্মদ মুরসিকে তৎকালীন সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়। সিনাই-ভিত্তিক এই বিদ্রোহী তৎপরতায় এ পর্যন্ত কয়েক’শ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
সিনাইয়ে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলো চালানো হলেও কায়রো ও অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে বিদ্রোহীরা। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর চলাচলের পথে বোমা পেতে রাখে।