Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: আফগানিস্তানে একটি প্রধান মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গজনি প্রদেশের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন।
দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।
সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের ওই সংযোগ সড়কে দুইটি বাসের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের পর মুহূর্তেই যানগুলিতে আগুন ধরে যায়।
বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি বলেছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করেন।