Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খােলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: মানবতাবরিোধী অপরাধে মৃত্যুদণ্ডাদশে পাওয়া জামায়াতে ইসলামীর আমরি মতউির রহমান নজিামীর ফাঁসি র্কাযকর করতে শুধুই রায়রে অনুলপিরি অপক্ষো। রায় পুর্নববিচেনার (রভিউি) রায়রে অনুলপিি প্রকাশ হওয়ার পর সব আইনি প্রক্রয়িা শষে হয়ে যাব।ে তাঁর সামনে রয়ছেে শুধু প্রাণভক্ষিা। তবে নজিামী প্রাণ ভক্ষিার সুযোগ চাইবনে না বলে পরবিাররে মাধ্যমে জানয়িে দয়িছেনে।
গত ৫ মে রভিউি খারজি হয়ে যাওয়ার পর গত শুক্রবার (৬ ম)ে নজিামীর স্ত্রী, দুই ছলেে ও ময়েে কারাগারে দখো করতে গলেে নজিামী তাঁর এ সদ্ধিান্তরে কথা জানয়িছেনে।
এ বষিয়ে নজিামীর বড় ছলেে ব্যারস্টিার নাজবি মুমনি বলনে, “তনিি (নজিামী) রাষ্ট্রপতরি কাছে প্রাণ ভক্ষিা চাইবনে না। তনিি বলছেনে, ‘আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছ,ি প্রাণরে মালকি আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দশেবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছ,ি যাতে আমি জীবনরে শষে মুর্হূত র্পযন্ত ঈমানরে ওপর দৃঢ় ও অবচিল থাকতে পার।ি আমি আল্লাহ রাব্বুল আলামীনরে সন্তুষ্টরি জন্য যকেোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার মাঝে কোনো র্দুবলতা নইে। আমি কোনো অন্যায় করনি।ি সর্ম্পূণ অন্যায়ভাবে রাজনতৈকি প্রতহিংিসা চরতর্িাথ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছ।ে আল্লাহ যদি আমাকে শহীদী মৃত্যু দনে, তাহলে সটো হবে আমার চরম সৌভাগ্য’।”
রভিউি রায় কবে প্রকাশ হচ্ছে এ বষিয়ে জানতে চাইলে সুপ্রমি র্কোটরে অতরিক্তি রজেস্ট্রিার বলনে, ‘রভিউি খারজিরে রায় সম্পন্নরে কাজ প্রায় শষে র্পযায়।ে দুই একদনিরে মধ্যে প্রকাশ হতে পার।ে’
রায় প্রকাশ হওয়ার পর পরর্বতী প্রক্রয়িা সর্ম্পকে অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম বলনে, ‘রভিউি রায় প্রকাশ হওয়ার পর সটেি ট্রাইব্যুনালে পৌঁছানো হব।ে এরপর ট্রাইব্যুনাল র্কতৃপক্ষ কারাগারে পাঠাবনে। কারা র্কতৃপক্ষ নজিামীকে রায়রে অনুলপিি আনুষ্ঠানকিভাবে পড়ে শুনাবনে। এরপর তনিি প্রাণভক্ষিা চাইবনে কি না সে বষিয়ে জজ্ঞিসে করা হব।ে যদি প্রাণ ভক্ষিা না চান তাহলে রায় র্কাযকর করতে আর কোনো বাধা থাকবে না। তবে প্রাণ ভক্ষিা চাইলে এটি নষ্পিত্তরি জন্য অপক্ষোয় থাকতে হব।ে’
গত বৃহস্পতবিার আপলিরে রায়রে বরিুদ্ধে করা পুর্নববিচেনা (রভিউি) আবদেন খারজি করে নজিামীর মৃত্যুদণ্ডাদশে বহাল রাখনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার (এসক)ে সনিহার নতেৃত্বাধীন চার সদস্যরে বঞ্চে এ রায় দনে। বঞ্চেরে অপর তনি সদস্য হলনে বচিারপতি নাজমুন আরা সুলতানা, বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে ও বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী।
এর আগে গত মঙ্গলবার রভিউি শুনানি শষেে ৫ মে রায়রে দনি র্ধায করা হয়। ওই দনি শুনানতিে রাষ্ট্রপক্ষে ছলিনে অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম। আর আসামি পক্ষে ছলিনে খন্দকার মাহবুব হোসনে।
মানবতাবরিোধী অপরাধরে দায়ে আপলিওে মৃত্যুদণ্ডাদশে বহালরে রায় পুর্নববিচেনা (রভিউি) চয়েে গত ২৯ র্মাচ আবদেন করনে নজিামী। ৭০ পৃষ্ঠার মূল রভিউি আবদেনরে সঙ্গে ২২৯ পৃষ্ঠার নথপিত্রে তাঁর দণ্ড থকেে খালাস চয়েে ৪৬টি (গ্রাউন্ড) যুক্তি তুলে ধরা হয়।
গত ১৫ র্মাচ নজিামীর আপলিরে র্পূণাঙ্গ রায় প্রকাশ করনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। প্রধান বচিারপতি এস কে সনিহাসহ আপলি বভিাগরে চার বচিারপতরি স্বাক্ষররে পর এ রায় প্রকাশ করা হয়।
গত ৬ জানুয়ারি বুদ্ধজিীবী হত্যার পরকিল্পনাকারী ও উসকানদিাতাসহ মানবতাবরিোধী তনিটি অপরাধরে দায়ে জামায়াতরে আমরি মতউির রহমান নজিামীর মৃত্যুদণ্ডাদশে বহাল রাখনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালরে মৃত্যুদণ্ডাদশেরে রায়রে বরিুদ্ধে নজিামীর করা আপলি আংশকি মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।
বুদ্ধজিীবী হত্যাসহ মানবতাবরিোধী অপরাধরে দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালরে ২৯ অক্টোবর মতউির রহমান নজিামীকে মৃত্যুদণ্ডাদশে দনে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল-১। নজিামীর মৃত্যুদণ্ডাদশে বহাল রখেে ট্রাইব্যুনালরে রায়রে বরিুদ্ধে আনা আপলিরে রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করনে আপলি বভিাগ। প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার সনিহার নতেৃত্বে আপলি বভিাগরে চার বচিারপতরি বঞ্চে জামায়াতরে এই র্শীষ নতোর বষিয়ে রায়রে সংক্ষপ্তি অংশ প্রকাশ করনে। পরে ১৫ র্মাচ র্পূণাঙ্গ রায় প্রকাশ করা হয়।