খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: আগামী অর্থবছরের জন্য নতুন এডিপির বার্ষিক উন্নয়ন কর্মসূচী খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। মোট বরাদ্দ দেওয়া হচ্ছে এক লাখ নয় হাজার কোটি টাকা।
রবিবার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এটি চূড়ান্ত করা হয়।
এডিপির মোট বরাদ্দের মধ্যে সরকারি তহবিলের ৬৯ হাজার এবং বৈদেশিক সহায়তা থেকে ৪০ হাজার কোটি টাকা ধরা হয়েছে।
এবারের এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহণ খাত। যাতে বরাদ্দ থাকছে ২৮ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের এডিপি এক লাখ নয় শ’ ৯৭ কোটি টাকা।