Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখতে আর একটা ম্যাচ জিততে হবে বার্সেলোনাকে। আর শিরোপা ফিরে পেতে নিজেদের জয়ের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বীর হোঁচটের জন্য প্রার্থনা করতে হবে রিয়াল মাদ্রিদকে। ৩৭তম রাউন্ড শেষে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্পেনের দুই পরাশক্তি।
রোববার ঘরের মাঠে এসপানিয়লকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সা। রিয়ালও জিতেছে, তবে অতি কষ্টে। নিজেদের মাঠে স্পেনের সফলতম দল ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। শিরোপা লড়াইয়ে থাকা অন্য দল আতলেতিকো মাদ্রিদের অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ। লেভান্তের মাঠে ২-১ গোলে হেরে যাওয়ায় এবারের মতো লা লিগা জয়ের আশার সমাপ্তি ডিয়েগো সিমিওনের শিষ্যদের।
৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৮৫। তিন দলেরই আর একটি করে ম্যাচ বাকি। আগামী রোববার শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ গ্রানাদা। আর রিয়াল খেলবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। পয়েন্ট সমান হয়ে গেলে শিরোপা নির্ধারণের জন্য মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনা করা হবে। আর মুখোমুখি লড়াইয়ে দ্ইু মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে অষ্টম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে যায় বার্সা। ৫২ ও ৬১ মিনিটে পরপর দুই গোল করে কাতালান পরাশক্তিদের জয় নিশ্চিত করে দেন লুইস সুয়ারেজ। এরপর ৭৪ মিনিটে রাফিনিয়া ও ৮৩ মিনিটে নেইমারের লক্ষ্যভেদ বিশাল জয়ের আনন্দে মাতিয়ে তোলে বার্সার সমর্থকদের।
সান্তিয়াগো বার্নাব্যুতে গোলরক্ষক কেইলর নাভাস, ডিফেন্ডার দানি কারভাহাল, মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ফরোয়ার্ড গ্যারেথ বেল চোটের কারণে খেলতে পারেননি। তবু ২৬ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির মিনিট তিনেক আগে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ৫৫ মিনিটে রদ্রিগো ব্যবধান কমালেও চার মিনিট পরই ৩-১ করে ফেলেন রোনালদো। ভ্যালেন্সিয়া অবশ্য হাল ছাড়েনি। ৮১ মিনিটে আন্দ্রে গোমেজের লক্ষ্যভেদ জমিয়ে তুলেছিল খেলা। কিন্তু তার দুই মিনিট পর রদ্রিগো লালকার্ড দেখে বেরিয়ে গেলে আর পেরে ওঠেনি অতিথিরা।