Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় রায় কার্যকর করতে পারবে সরকার।’
নিজামীর আপিলের রায় পুনর্বিবেচনার কোনো কারণ আদালত খুঁজে পায়নি বলেও জানান তিনি।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, ‘রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনে রায় কমানোর কথা বলায় জামায়াতের আমির অপরাধের সঙ্গে যুক্ত নন, তা বলা যাবে না। সোমবার (০৯ মে) প্রকাশিত রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ে এমন কথাই বলা হয়েছে।’
রিভিউ আবেদন খারিজ হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়টি রিভিউ (পুনর্বিবেচনা) হওয়ার মতো কোনো গ্রাউন্ড তারা (আপিল বিভাগ) খুঁজে পাননি। বিশেষ করে তার মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড করার যে প্রার্থনা ছিল। দণ্ড সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছিলেন, এ বিষয়ে আদালত বলেছেন তার অপরাধ এত জঘন্য ছিল এবং যারা নাকি ভিকটিম তারা প্রত্যেকে তার এই কর্মকাণ্ডের জন্য ক্ষুব্ধ। এ ধরনের অপরাধীর দণ্ড মওকুফের কারণ নেই এ কথা বলে আবেদনটি খারিজ করা হয়েছে। এ অবস্থায় নিজামী আর অপরাধে যুক্ত নন, একথা বলা যাবে না।’
তিনি বলেন, ‘যেহেতু তার আইনজীবীরা দণ্ড মওকুফের কথা বলেছেন, কাজেই এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত নন তা বলা যাবে না।’