Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: মির্জা -ফখরুল বিরোী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করে ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিএনপ
ি মহাসচিব বলেন, ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এ টুকু অনুধাবণ করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের মাত্রাবৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখে বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়- জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ন, নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি।
তিনি অবিলম্বে মো. ফখরুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।