খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ সোমবার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির অষ্টম সম্মেলনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচনী পদ্ধতির পরিবর্তন আনতে হবে। বর্তমান সময়কে জাতীয় পার্টির জন্য সুদিন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখন দুর্বল আর এ সুযোগ হারানো যাবে না। তাই সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ। এ সময় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
জাতীয় পার্টির প্রধান বলেন, ‘এই নির্বাচন তো গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু আমরা প্রপোজাল দিয়েছি, সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন করতে হলে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। এই নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বিএনপি এখন ক্ষয়িষ্ণু, আমরা বর্ধিষ্ণু। আমাদের মনে রাখতে হবে, এই সুযোগটা হেলায় হারানো হবে না। তোমরা সর্বশক্তি দিয়ে আমাকে সাহায্য করবে।’